রামেকে আরও ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত

প্রকাশিত: জুলাই ১১, ২০২০; সময়: ১০:২৮ অপরাহ্ণ |
রামেকে আরও ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। শনিবার (১১ জুলাই) নমুনা পরীক্ষায় নতুন করোনা আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৫০ জন। বাকি ১৬ জনের মধ্যে নাটোরের ১৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ দিন তাদের ল্যাবে ১৮৩টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৬৬ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০ জন রাজশাহীর। বাকি নমুনাগুলোর মধ্যে ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং ১৩ জনের বাড়ি নাটোর। চাঁপাইনবাবগঞ্জের তিনজনের বাড়ি শিবগঞ্জ উপজেলা। আর নাটোরে আক্রান্তদের মধ্যে ৮ জন বড়াইগ্রাম, ১ জন বাগাতিপাড়া এবং ২ জন করে সদর ও গুরুদাসপুর উপজেলার।

রাজশাহীর ৫০ জনের মধ্যে ২১ জন সিটি করপোরেশন এলাকায় বসবাস করে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ৩ জন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ জন এবং র‌্যাব-৫ এর ১ জনের করোনা পজিটিভ এসেছে। অন্য আক্রান্তদের মধ্যে পবা উপজেলার ১৩ জন, মোহনপুরের ৪ জন, তানোরের ৫ এবং গোদাগাড়ীর ২ জন।

রাজশাহীতে নতুন ৫০ জন শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৬২ জনে দাঁড়াল। এর মধ্যে রাজশাহী নগরে ১১৭৭ জন। এছাড়া নাটোরে এখন আক্রান্তের সংখ্যা হলো ২৯৪ জন। আর চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়াল।

  • 81
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে