রাজশাহীতে ঈদগাহে খেলাধুলা করতে নিষেধ করায় মারপিট

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৯:২৬ অপরাহ্ণ |
রাজশাহীতে ঈদগাহে খেলাধুলা করতে নিষেধ করায় মারপিট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় ঈদগাহে খেলাধুলা করতে নিষেধ করা এক ব্যক্তিকে মারপিট করে আহত করা হয়েছে। আহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। তিনি কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি ওই ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এব্যাপারে আহত ফারুক হোসেন বাদি হয়ে ২০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

কাশিয়াডাঙ্গা থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার ঈদগাহের সভা শেষে সভাপতি এড. বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাইরে আসার পর দেখতে পান কিছু উর্তি বয়সের যুবকরা ঈদগাহে খেলাধুলা করছে। এসময় ওই যুবকদের ঈদগাহে খেলাধুলা করতে নিষেধ করে সভাপতি ও সম্পাদক। এতে উশৃঙ্খল যুবকরা ক্ষুদ্ধ হয়ে ফারুক হোসেনকে মারপিট করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এব্যাপারে শুক্রবার রাতে তিনি বাদি হয়ে ৩৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে