পুঠিয়ায় ভেজাল মৎস্য খাদ্য তৈরি কারখানায় অভিযান, মালিকের ১ মাসের জেল

প্রকাশিত: জুলাই ৪, ২০২০; সময়: ৬:৪৭ অপরাহ্ণ |
পুঠিয়ায় ভেজাল মৎস্য খাদ্য তৈরি কারখানায় অভিযান, মালিকের ১ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বিদিরপুর গ্রামে আসাদুল হক (২৩) এর বাড়িতে ক্ষতিকর ও ভেজাল মৎস্য খাদ্য জব্দ করা হয়। আরাধনা ফিস ফিড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড নামে ভেজাল মৎস্য খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সময় ভেজাল মৎস্য খাদ্য তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কাচামালসহ আসাদুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এবং ক্ষতিকর ও ভেজাল মৎস্য খাদ্য উৎপাদনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বিদিরপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে আসাদুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় উৎপাদনকৃত প্রায় ৩,২১,০০০/- (তিন লক্ষ একুশ হাজার) টাকা মূল্যের ক্ষতিকর ও ভেজাল মৎস্য খাদ্য ও কীটনাশক জব্দ ও ধ্বংস করা হয়।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, বিদিরপুর গ্রামে ওয়াজেদ আলীর বাড়িতে তার মেয়ে জামাই আনোয়ারের সহযোগিতায় দীর্ঘ দিন থেকে এই ভেজাল মালামাল তৈরি করে আসছিলো। আমারা তা জানতে পেরে পুলিশ পাঠিয়ে গতকাল শুক্রবার বিকালে বিভিন্ন ভেজাল মাল প্যাকেট জাত ও প্যাকেট করার সময় হাতেনাতে আসাদুলকে আটক করা হয়। পরে শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট ওলিউজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করে আসাদুলকে ১ মাসের জেল প্রদান করেন।

এব্যপারে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান জানান, আমরা খবর পেয়ে গিয়ে দেখি তার আরাধনা ফিসফিড এন্ড এগ্রো লিমিটেড নামে যে ভেজাল মৎস্য খাদ্য ও কীটনাশক পাওয়া যায় তার কোন অনুমতি বা বাজারজাত করার কোন ধরনের অনুমতি নেই। মালিক আসাদুলকে ১ মাসের কারাদণ্ড এবং প্রায় ৩ লক্ষ টাকার সব মাল জব্দ করে ধ্বংস করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে