রাজশাহীতে করোনা আক্রান্ত হাজার ছু্ইঁ ছুঁই

প্রকাশিত: জুলাই ৪, ২০২০; সময়: ১:১০ পূর্বাহ্ণ |
রাজশাহীতে করোনা আক্রান্ত হাজার ছু্ইঁ ছুঁই

নিজস্ব প্রতিবেদক : চারজন চিকিৎসক ও সাতজন পুলিশসহ রাজশাহীতে আরও ৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সিটি এলাকায় সবাবাস করে ৭৫ জন। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

এদিন দুই ল্যাবে ২৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।

নতুন শনাক্তদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৭৫ জন, দুর্গাপুরে একজন, চারঘাটে একজন ও মোহনপুরে একজন। এ নিয়ে রাজশাহী জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ৯৮৮ জন। যার মধ্যে রাজশাহী নগরীতে ৭২৫ জন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৩৮ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে রাজশাহী নগরে বসবাস করে ৩৬ জন। বাকি দুইজন দুর্গাপুর ও চারঘাটের। তারা দুইজন রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চারজন চিকিৎসক ও সাতজন পুলিশ রয়েছেন।

নতুন আক্রান্তরা হলেন, রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের সাখাওয়াত হোসেন (২২), তোফাজ্জাল হোসেন (২৪), শফিকুল ইসলাম (৩০), সুমিতা রাণী (০৯), এ হাসান (৩৫), আব্দুর রউফ (৪৩), তাহামিদ হাসান (১৫), নগরের ২৯ নং ওয়ার্ডের ড. প্রফেসর ফখরুল ইসলাম (৮২), আসমাউল হোসনে প্রাপ্তি (১৫), তানিয়া খাতুন (৩৫), ফখরুল ইসলাম (৩৭), মিলিনা খাতুন (২৮), সোহেল রানা (২৪), ইলিয়াস নবি (৪৮), তোরিকুল ইসলাম (৩২), আছিয়া খাতুন (২৫), ইমামুল কবির (৫৫), মাসুদা খাতুন (৩২)।

এছাড়াও নুরুল্লা খান (৬৬), মিজানুর রহমান (২৬), জামাতুল রিদ্দি (২৬), কুমার শাহ (২৬), হেমন্ত (৪০), রুবেল রানা (৩৩), হেলেনা খাতুন (৩৩), শাহিনুর খাতুন (২৩), শামসুন্নাহার (৩০), দুর্গাপুরের আছমা আফরিন (৩২), সাকিল ইসলাম (৩১), চারঘাটের মাইনুল হাসান (৩৮), মতিউর ইসলাম (৬২), নিজামুল হক (৫১), আমিনুল ইসলাম (৫০), তাওহিদ উদ্দিন আহমেদ (৪৬), ডা. রেজাউল করিম (৪৫), ডা. মাসুমা মুক্তা (৩৮), ডা. মরিয়া জামান (২৬), বানি ইসরাইল (৩৮)।

ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে এক শিফটে ৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪০ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তরা সবাই রাজশাহীর বাসিন্দা। এদের মধ্যে রাজশাহী সিটি এলাকার ৩৯ জন ও মোহনপুরের একজন।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ (৫৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

এছাড়াও মহানগরীর আক্রান্ত অন্যরা হলেন- ৩ নং ওয়ার্ডের গোলাম মোস্তফা (৪৮), ১২ নং ওয়ার্ডের সাদিয়া (২০), আবিদ (৫০), ১৭ নং ওয়ার্ডের মো. মর্তুজা আলম (৫৮), ২২ নং ওয়ার্ডের রোকেয়া (২৮), ২৪ নং ওয়ার্ডের মনোয়ার হোসেন (৪৩), ২৭ নং ওয়ার্ডের সাহেরা বানু (৬২), অন্তিক (১০), নুপুর (৫০), ৩০ নং ওয়ার্ডের মনোদীপ (২৪)।

রাজপাড়ার কামরুন নাহার (৩৫), মো. মজিবুর রহমান (৫০), শামীম আহমেদ (৩৭), জাহানারা খাতুন (৪৯), হাজেরা বেগম (৩২), মনোয়ার হোসেন (৪৯), বোয়ালিয়া থানা এলাকার ইসমাঈল হোসেন (৪৩), আবু হানিফ (৫০), ভাটাপাড়ার মো. আমানুল্লাহ (৪০), হেতেম খাঁ এলাকার তোফাজ্জেল হোসেন (৩৫), পদ্মা আবাসিকের ফজলুল হক (৩৮)।

ইসলামী ব্যাংকের রাজশাহী শাখার মেরাজুল ইসলাম (৩৫), মো. আফতাব উদ্দীন (৪৪), মো. জসীম উদ্দিন (৩৫), সপুরার আবুল কালাম (৩৪), উপশহরের মতিউর রহমান (৪৪)।

রামেক হাসপাতালের নাজমা খাতুন (৫৭), শ্রী মনি (৩৭), শিউলি লাহড়ী (৩৯), রফিকুল ইসলাম (২৭), রেজেলা খাতুন (৫০), খায়েশ আলী (৫০), শামসুন নাহার (৩৮), আনোয়ারা পারভীন (৫৬), জাহেরা (৫০), এনামুল হক (৪৯), রফিকুল ইসলাম (৩৫), আলমগীর (৩০)। এছাড়া মোহনপুরের আক্রান্ত ব্যক্তি হলেন- মামুন-অর-রশীদ (৩৪)

নতুন শনাক্ত ৪০ জন নিয়ে রাজশাহী জেলা ও মহানগরে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৯৮৮ জন। এর মধ্যে ৭২৫ জনই শনাক্ত হয়েছেন রাজশাহী মহানগর এলাকায়। এছাড়া জেলার বাঘা উপজেলায় ২০, চারঘাটে ২৯, পুঠিয়ায় ১৪, দুর্গাপুরে ১৩, বাগমারায় ৩১, মোহনপুরে ৪২, তানোরে ৩৭, পবায় ৬৭ এবং গোদাগাড়ীতে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে