রাজশাহীতে করোনায় নিউ ডিগ্রি কলেজের শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৩, ২০২০; সময়: ১২:৩৯ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনায় নিউ ডিগ্রি কলেজের শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহবুব- এ- খোদা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মানিক জানান, মাহবুব-এ- খোদার গত মে মাসের ১৮ তারিখে জ্বর ও সর্দি হয়। ২৮ তারিখ থেকে তার শ্বাসকষ্ট শুরু হলে সেদিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে। তারপরও হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। এরপর আবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে বৃহস্পতিবার তার করোনা পজিটিভ আসে। ওইদিন রাতে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে