করোনা আক্রান্ত পরিবারে মেয়রের উপহার পৌঁছে দিলেন বেন্টু

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ১১:৫৭ অপরাহ্ণ |
করোনা আক্রান্ত পরিবারে মেয়রের উপহার পৌঁছে দিলেন বেন্টু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন পাঠানো করোনাভাইরাসে আক্রান্ত পরিবারে পৌঁছে দিয়েছেন মহনগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্টপোষক আজিজুল আলম বেন্টু।

সোমবার বিকেলে নগরের হড়গ্রাম এলাকার করোনা আক্রান্ত গোলাম আকবর এবং মাজেদুর রহমানের পরিবারের কাছে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন। এ সময় আজিজুল আলম বেন্টু করোনা আক্রান্ত দুইজনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

রাজশাহী নগরীতে করোনা আক্রান্তদের উপহার হিসেবে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছেন মেয়র খায়রুজ্জামান লিটন। রোববার থেকে আক্রান্তদের বাড়ি বাড়ি তা পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে।

করোনা আক্রান্ত পরিবারের জন্য পাঠানো মেয়রের বিশেষ এই উপহারে রয়েছে, ৩০ কেজির এক বস্তা চাল, ৫ কেজি আটা, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ৩ লিটার তেল, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, ৫০০ গ্রাম আদা, ৫০০ গ্রাম রসুন, ২০০ গ্রাম চা, ৫০ গ্রাম লং ও ২টি সাবান।

সোমবার পর্যন্ত রাজশাহী মহানগরীতে ৪০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর জেলায় আক্রান্ত সংখ্যা ৫৯৯। নগরী এছাড়াও বাঘায় ১৯ জন, চারঘাটে ২১ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৭ জন, বাগমারায় ২০ জন, মোহনপুরে ৩৪ জন, তানোরে ২৯ জন, পবায় ৪৯ জন ও গোদাগাড়ীতে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে