রাজশাহী নগরে ৪০০ ছাড়াল করোনা আক্রান্ত, জেলায় ৫৯৯

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ১১:০৪ অপরাহ্ণ |
রাজশাহী নগরে ৪০০ ছাড়াল করোনা আক্রান্ত, জেলায় ৫৯৯

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুইটি ল্যাবে আরও ৩৯ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে সোমবার (২৯ জুন) তাদের নমুনা পরীক্ষা করা হয়। এদিন দুই ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ২৭৯ জনের নমুনার।

রাতে এ তথ্য জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।

দুই ল্যাবে নমুনা পরীক্ষার পর নতুন ৩৯ জন শনাক্তদের মধ্যে রাজশাহীর ২৭ জন, পাবনার ১ জন ও নাটোরের ১১ জন। রাজশাহীর ২৭ জনের মধ্যে নগরীর ২১ জন, পবার ৩ জন, চারঘাটের ২ জন ও গোদাগাড়ীর ১ জন। নতুন ২৭ জন শনাক্ত নিয়ে রাজশাহী জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ৫৯৯ জন। যার মধ্যে রাজশাহী নগরীতে ৪০২ জন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ৯১ জনের নমুনার। যার মধ্যে ১১ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রামেক হাসপাতালের দুইজন চিকিৎসক ও একজন নার্সসহ ৬ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

নতুন আক্রান্তরা হলেন, রামেক হাসপাতালের চিকিৎসক ডা. তোহিদ (৩২), ডা. আশিফ (২৫), নার্স রোজিনা খাতুন (৩২), হাসপাতাল কর্মী আবদুল্লাহ, হোসনে আরা (৩০), সানজিদা (২৮), পবার সাদিকুন (১৮), মোস্তাফিজুর (২৮), হাবিবুর (৫২), চারঘাটের মাহমুদুর রহমান (৬১) ও তোয়ুব আলী (৬৩)।

অপরদিকে, ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৮ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ১৬ জন, পাবনার ১ জন ও নাটোরের ১১ জন। রাজশাহীর ১৬ জনের মধ্যে নগরীর ১৫ জন ও গোদাগাড়ীর একজন।

নতুন আক্রান্তরা হলেন, রাজশাহী মাহনগরীর রইচ উদ্দিন (৪৫), আইরিন নাহার (৫০), সাদিয়া আফরিন (১৮), ইকলিসুর (৩৯), মাহমুদা (৩৭), মকফিরুল (৪৫), রাকিব (৩২), আলমামুন (৪০), ওবাইদুর (২৬), আশেয়া আক্তার (৩৪) নগরীর বহরমপুর এলাকার আবু জার (৪৬), সানজিদা আফরিন (২০), তানভির (৩২) ডা. সেলিম খান(৫৫), ড. আফরোজা আক্তার (৫৩) ও রাজশাহীর গোদাগাড়ীর আনোয়ার হোসেন (৩৫)।

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরীতে ৪০২ জন। এছাড়াও বাঘায় ১৯ জন, চারঘাটে ২১ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৭ জন, বাগমারায় ২০ জন, মোহনপুরে ৩৪ জন, তানোরে ২৯ জন, পবায় ৪৯ জন ও গোদাগাড়ীতে ৫ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে