রামেকে একদিনে ২২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ৮:১২ অপরাহ্ণ |
রামেকে একদিনে ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে শুক্রবার নমুনা পরীক্ষার পর ২২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। করোনায় নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জন পাবনার ও তিন নাটোরের। সন্ধ্যায় এ তথ্য জানান রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।

তিনি জানান, দুই দফায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে ফলাফল এসেছে ১৬৩ জনের নমুনার। যার মধে ২২ পজেটিভ। এর মধ্যে পাবনার ১৯ জন ও নাটোরের ৩ জন। এ নিয়ে পাবনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন। আর নাটোরে আক্রান্ত সংখ্যা ৬৪ জন।

রাজশাহীতে দুইটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর একটি রাজশাহী মেডিকেল কলেজ ও আরেকটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ। কলেজের ল্যাবে প্রতিদিন দুই দফায় নমুনা পরীক্ষা করা হয়। তবে হাসপাতালের ল্যাবে এক শিফটে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে