রাজশাহীতে বিজিবির ৪ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০; সময়: ৪:০৬ অপরাহ্ণ |
রাজশাহীতে বিজিবির ৪ কোটি টাকার মাদক ধ্বংস

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ৪ কোটি ৬ লাখ ৭৯ হাজার ১৬৫ টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ান ১ বিজিবির দফতরে এই মাদকগুলো ধ্বংস করা হয়।

এর মধ্যে রয়েছে ৬৪ হাজার ৯০৫ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৫১০ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল বিদেশী মদ, সাড়ে ২৬ লিটার চোলাই মদ, ১৯ হাজার ৭৬০ ইয়াবা ট্যাবলেট, ১৪৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৮০০ প্যাকেট পাতা বিড়ি, ৯০ পিস অনাগ্রা/নিমোসিল ট্যাবলেট, ১৪৪ কেজি কীটনাশক, ৪ হাজার ১২৫ পিস ইনজেকশন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিকসহ বিজিবি, পুলিশ ও র‌্যাব এর কর্মকর্তারা ছাড়াও রাজশাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে নগরীতে মাদক বিরোধী র‌্যালী বের করা হয়। পরে মাদক প্রতিরোধে শপথ গ্রহন করেন শিক্ষার্থীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে