প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের শেষকৃত্য

প্রকাশিত: জুলাই ১৫, ২০২০; সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ |
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের শেষকৃত্য

নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠান চলছে। ৯ দিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে থাকার পর বুধবার সকাল ৯ টার দিকে রাজশাহীর কাজিহাটাস্থ সিটি চার্চে নেওয়া হয়েছে দেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মরদেহ।

শেষকৃত্য শেষে দুপুর ১টার দিকে তাকে নিয়ে যাওয়া হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় সমাধিত করা হবে এদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে।

সবাইকে কাঁদিয়ে গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন বাংলা গানের সবার প্রিয় গায়ক। মৃত্যুর পর কী কী করতে হবে সব পরিকল্পনা নিজেই করে গেছেন তিনি।

মৃত্যুর পর অস্ট্রেলিয়ায় থাকা দুই সন্তানের জন্য হিমঘরে রাখা হয়েছিলো তাকে। বাবার মৃত্যু সংবাদ শুনে দেশে ফিরেছেন ছেলে মেয়ে। করোনার কারণে তাদের দেশে ফিরতে বেশ বিলম্ব হয়েছে। গত বৃহস্পতিবার দেশে ছুটে আসেন এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। আর সোমবার রাজশাহী শহরে পৌঁছেন মেয়ে সঙ্গা। ছেলে-মেয়েদের জন্যই এই কয়দিন অপেক্ষা করেছেন এন্ড্রু কিশোর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে