রামেকে আরও ৬২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০; সময়: ১০:৪৩ অপরাহ্ণ |
রামেকে আরও ৬২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে একদিনেই ৬২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৪৫ জন, পাবনার ১৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন। রাজশাহীর ৪৫ জনের মধ্যে ২২ জনই রাজশাহী মহানগরীর বাসিন্দা। মঙ্গলবার রাতে রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার তাদের ল্যাবে ১৯১টি নমুনার পরীক্ষা হয়েছে। এতে ৬২ নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ২২ জন। রাজশাহীর ৪৫ জনের মধ্যে র‌্যাব-৫ এর সদস্য ৪ জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ৫ জনের করোনা পজিটিভ। রাজশাহী নগরীর বাইরে পবা উপজেলার ৬ জন, গোদাগাড়ীর ৩ জন, তানোরের ৪ জন এবং মোহনপুরের ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে।

এছাড়াও পাবনার নতুন শনাক্ত ১৫ জন করোনায় আক্রান্ত রোগীর প্রত্যেকের বাড়ি সদর উপজেলায়। আর চাঁপাইনবাবগঞ্জের দুইজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায়।

নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহী নগরীর মাহমুদ হাসান (৪২), রজব আলী (১৬), আলহাজ্ব মোঃ আব্দুল জাব্বার (১০৪), নুর নাহার (৩৪), মুমতাহিনা রহমান (১৯), ডাক্তার এস এম এ জাকিয়া আজম (৪৩), মনোয়ারা আহসান (৬৫), মুহাইমিনুর রহমান (১৪), আফসার আলী (৩৫), ময়না (৪০), গোলাম কবির (৩৫), সখিনা আক্তার (৩৬), নজরুল ইসলাম (৪২), রিমা (২২), রানা (২৬), আব্দুল আউয়াল (১২), রাইনা জাবীন (০১), মিজানুর রহমান (৩০), ফারুক হোসেন (২৮),আবদুল ওয়াসের আনসারি (৩৭), শামসুল হক (৬০), মেহেদী হোসেন (৪৫) ।

রাজশাহী র‌্যাব-৫ এর আল আমিন (২৭), রায়হান আলী (৩১), শফিকুল ইসলাম (৫০) ও বিদ্যুৎ কুমার সরকার(৫০)। রাজশাহীর পবা উপজেলার মোস্তফা (৫৫), আব্দুল্লাহ আল বারি (৩৮), শহীদ মোস্তফা (৪৮), আব্রার আহমেদ (২৭), জহুরুল হক (৩৮) ও শাকিল(৩০)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আনাম আজিজ (০৫), সাখাওয়াত (৩৫) ও নাসরিন খাতুন(২৫)। রাজশাহীর তানোর উপজেলার আলতাব হোসেন (৩৫), আলমগীর (৩৮), নাসির আলী (৪০) ও ফরমান (৩২)। রাজশাহীর মোহনপুর উপজেলার আবুল (৬০), নজরুল (৪৩), মতিউর (২৮), রেজওয়ান (২৬), তোফাজ্জল (৬২) ও মিজান (৪০)।

পাবনা জেলার সদর উপজেলার আতিকুন নাহার (৩০), নাসির (৪৫), মনিরুল (৩৫), শরীফ (৩৩), আসমা (২৬), সালাম (২২), জুলহাস (৩১), ইয়াকুব (৪০), শহিদুল ইসলাম (২৮), বকুল হোসেন (৩৪), সুশান্ত বিশ্বাস (৫২), আবুল কালাম আজাদ (৪২), শাকিল হাসান (২৭), আনোয়ার হোসেন (২৭) ও রেজওয়ানা পারভীন (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আবুল হোসেন (৭৭) ও তাহেরা বেগম (৫০)।

রাজশাহীতে নতুন ৪৫ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৩৩ জনে দাঁড়াল। এর মধ্যে ১ হাজার ৪২২ জনই নগরীর বাসিন্দা। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৩৫, চারঘাটে ৩৫, পুঠিয়ায় ২১, দুর্গাপুরে ২৪, বাগমারায় ৪৫, মোহনপুরে ৬৪, তানোরে ৫৭, পবায় ১০৩ এবং গোদাগাড়ীতে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়।

রাজশাহীতে এ পর্যন্ত করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৮ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩৫৩ জন। এর মধ্যে নগরীতে ১৯৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৪২০ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে ১৭ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে