রাজশাহীর দুস্থদের খাবার দিচ্ছেন বিশ্ব পর্যটক তানভীর অপুর

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০; সময়: ৫:২৮ অপরাহ্ণ |
রাজশাহীর দুস্থদের খাবার দিচ্ছেন বিশ্ব পর্যটক তানভীর অপুর

নিজস্ব প্রতিবেদক : ফিনল্যান্ড প্রবাসী বন্ধুদের সহায়তায় সপ্তাহে দুইদিন দুইশত দুস্থ মানুষকে খাবার দেবার উদ্যোগ নিয়েছেন বিশ্ব পর্যটক রাজশাহীর কৃতি সন্তান তানভীর অপু। নগরীর শিরোইল এলাকায় নিজ বাড়িতে রান্না করে খাবারগুলো তিনি নগরীর দুঃস্থদের মাঝে বিতরণ করছেন।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায় খাবারগুলো দুঃস্থদের মাঝে বিতরণ করেন তিনি । মূলত খাবার তালিকায় সবজি খিচুড়ী দেওয়া হলে মঙ্গলবারে তিনি সবজি-খিচুড়ির সাথে মুরগির মাংসও দিয়েছেন। তার এই উদ্যোগ এক মাস ধরে চলবে বলে জানান তানভীর অপু।

এসময় খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আজিজুল আলম বেন্টু। তিনি এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি সমাজের বিত্তবানকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো জানান,  আমি নিয়মিত দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করি। পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন ৪০০ জন  মাঝে ইফতার ও খাবার বিতরণ করেছি। আমি সুযোগ পেলেই এই উদ্যোগে এগিয়ে আসি। যারা এ ধরনের কাজ করেন তাদেরও সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করি।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ব পর্যটক ও লেখক অণু তারেক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে