তানোরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ফারুক চৌধুরী

প্রকাশিত: জুলাই ১৩, ২০২০; সময়: ১:৫৭ পূর্বাহ্ণ |
তানোরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর পর সংসদ সদস্য দুঃস্থ প্রতিবন্ধী ও মহিলাদের মাঝে ২৩টি সেলাই মেশিন, ৩২টি হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ১২২ সেট বেঞ্চ, ৭টি ক্লাবকে খেলার সামগ্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা অনুদান, ৭টি ইউনিয়নে প্রায় ৬ লাখ টাকার হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ও ব্লিচিং পাওয়ার এবং দরিদ্র ১৮৪টি পরিবারের মাঝে সাব-মারসেবল পাম্প প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করেন। এ সময় সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার আহবান জানান এমপি ওমর ফারুক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, এলজিইডির সহকারি প্রকৌশলীআব্দুল্লাহ আল মামুন। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন, তানোর পৌর আওয়ামী সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান,তালন্দ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, বাধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, তানোর বিএমডিএ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে