রাজশাহীতে করোনা উপসর্গে বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: জুলাই ১২, ২০২০; সময়: ৯:৫১ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনা উপসর্গে বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনার উপসর্গ নিয়ে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল ইসলাম মারা গেছেন।

রোববার বিকেল ৫ টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের পরিচালক ড. মো. ইব্রাহিম জানান, গত কয়েকদিন ধরেই তার শরীরের অসুস্থতা দেখা দেয়। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে করোনা রোগীদের নির্ধারিত হাসপাতাল মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়।

এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

চিকিৎসকরা বলেছেন তার করোনা উপসর্গ ছিলো। তবে শনিবারের রিপোর্টে তার করোনা নেগেটিভ ফলাফল এসেছে  বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে