বিদেশে রপ্তানি শুরু রাজশাহীর আম

প্রকাশিত: জুলাই ১২, ২০২০; সময়: ৮:১৭ অপরাহ্ণ |
বিদেশে রপ্তানি শুরু রাজশাহীর আম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর আম বিদেশে রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালানটি যাচ্ছে সুইজারল্যান্ডে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তিনি তার ভেরিফায়েড পেজে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

রোববার বিকেলে দেওয়া স্ট্যাটাসে শাহরিয়ার আলম এমপি বলেন, ‘রাজশাহীর আম’ রপ্তানি শুরু করলো North Bengal Agro Farm Ltd. প্রথম চালান সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে আজ সন্ধ্যায়।’

তিনি আরো বলেন, ‘প্রথম চালানে কোনো সমস্যা না হলে এটা চলবে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত। যাবে অন্যান্য আরো কিছু দেশে।’

তিনি বলেন, ‘ এইবছরের অভিজ্ঞতা নিয়ে সামনের ২০২১ এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। এইবছর লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম ১০০ টন কিন্তু তা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে।

কিন্তু সামনের বছরে রাজশাহীর নিজস্ব বা সরকারিভাবে স্থাপিত হবে ফলমূলের কোয়ারেন্টাইন এবং প্রক্রিয়াজাতকরন কেন্দ্র যা সকলেই ব্যবহার করতে পারবেন।’

  • 656
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে