রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: জুলাই ১০, ২০২০; সময়: ১০:২৯ অপরাহ্ণ |
রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে অত্র জেলার কোভিড-১৯ প্রতিরোধ ও চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) এর মহাপরিচালক (সরকারের সচিব) আবুল কাসেমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩ টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) (যুগ্মসচিব) এ.এন.এম. মঈনুল ইসলাম; পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম, পিপিএম; রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ. বি. এম. শরীফ উদ্দিন; রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: গোপেন্দ্রনাথ আচার্য্য, রাজশাহী সিভিল সার্জন ডা: এনামুল হক; পুলিশ কমিশনার রাজশাহীর প্রতিনিধি হিসেবে মহানগর পুলিশ সিটি এসবির উপপুলিশ কমিশনার এ.এফ.এম আঞ্জুমান কালাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের প্রতিনিধি হিসেবে সহকারী পরিচালক (প্রশাসন) ডা: আব্দুল হান্নান, ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদায়ী কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাইদুল ইসলাম এবং নবাগত কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোসাদ্দেক রশিদ।

সভায় আলোচনা শেষে সচিব রাজশাহীর বর্তমান করোনা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে কিছু দিক নির্দেশনা প্রদান করেন।

নির্দেশনা গুলো :

  • সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।
  • এক্ষেত্রে জেলা প্রশাসনকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতনতামূলক কার্যক্রমসহ প্রয়োজন অনুসারে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন প্রয়োগের জন্য নির্দেশ দেন।
  • সন্ধ্যা ৭ টার পর বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না আসে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন।
  • কোন ব্যক্তি আক্রান্ত হলে সমস্ত এলাকা লকডাউন করার পরিবর্তে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করার উপর গুরুত্ব আরোপ করেন।
  • আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে গরু-ছাগলের হাটে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
  • বাজারে বিদ্যমান নকল স্যানিটাইজার বিক্রি বন্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন।
  • রাজশাহী মেডিকেল কলেজে প্রয়োজনীয় ঔষধ ও সুরক্ষা সামগ্রী দ্রুততম সময়ে কেনার জন্য তাগিদ দেন।
  • ত্রাণ কার্যক্রম চাহিদার ভিত্তিতে পরিচালনা করার জন্য নির্দেশ দেন।
  • করোনা মোকাবেলায় অংশগ্রহণকারী সকলকে সাবধানতা অবলম্বনপূর্বক দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন।
  • 443
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে