মধ্যচরের ১৪ জনকে লফসের ভ্যানগাড়ী ও ভেড়া প্রদান

প্রকাশিত: জুলাই ১০, ২০২০; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
মধ্যচরের ১৪ জনকে লফসের ভ্যানগাড়ী ও ভেড়া প্রদান

নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকি উপলক্ষ্যে ভ্যানগাড়ী ও ভেড়া বিতরণ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে লফসের নিজস্ব কার্যালয়ে প্রকল্পের ২য় পর্যায়ে পবা মধ্য চর এলাকার ১৪ জন উপকারভোগী হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত সদস্যকে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যানগাড়ী ও ভেড়া-ভেড়ি প্রদান করা হয়।

কর্মসূচীর আতওায় ২ পর্যায়ে সর্বমোট ৩৪ জন উপকারভোগী সদস্যকে উপকরণ সহায়তা প্রদান করা হয়। ২য় পর্যায়ে ৯ জন সদস্যকে এক জোড়া ভেড়া ও ৫ জন সদস্যকে ভ্যানগাড়ী প্রদান করা হয়।

অনুষ্ঠানে লফসের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীনের সভাপতিত্বে অতিথি ছিলেন, পবা উপজেলার ৮নং হরিয়ান ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম মোস্তফা, দৈনিক সোনার দেশ এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, জেলা মানবাধিকার কমিশন রাজশাহী জেলার সাধারণ সস্পাদক এ্যাড. শাহিনুল হক মুন, লফস এর নির্বাহী কমিটির সদস্য এ্যাড. নুসরাত মেহেজাবিন।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রাগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে