পবায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ সংবাদে চেয়ারম্যানের ব্যাখ্যা

প্রকাশিত: জুলাই ৮, ২০২০; সময়: ৭:৪১ অপরাহ্ণ |
পবায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ সংবাদে চেয়ারম্যানের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলের বহুল প্রচারিত ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’ অনলাইন পোর্টালে গত ৭ অক্টোবর প্রকাশিত ‘পবাতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ’ শিরোনামের সংবাদের ব্যাখ্যা দিয়েছেন দর্শনপাড়া ইউপির চেয়ারম্যান কামরুল হাসান রাজ। প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয় বলেও দাবি করেছেন তিনি।

পবার দর্শনপাড়া ইউপির চেয়ারম্যান কামরুল হাসান রাজ এক প্রতিবাদ লিপিতে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব সততার সাথে করি থাকি। গতকাল ৭ জুলাই সকাল ৯টার দিকে প্রতিদিনের মত পরিষদে যায়। এদিন আনুমানিক ১০টার দিকে বাচ্চাসহ অপরিচিত এক মহিলা আমাকে বলেন, তুই অমাকে কোন খরচ দিচ্ছস না কেন এবং আমার কোন খোঁজ-খবর নিচ্ছিস না কেন? আমি কে, আপনাকে চিনি না। তখন ওই মহিলা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং বলে তোর সাথে আমার সম্পর্ক আছে। পাশাপাশি ওই মহিলা ২০ লাখ টাকা দাবি করে। এতে আমি হতবাক হয়ে যায়। তখন আমি কর্ণহার থানায় খবর দিই। থানা পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে যায়। পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারি, ওই মহিলার নাম রুমানা বেগম, স্বামী আনারুল ইসলাম, গ্রাম বারহাটি নবীনগর, থানা-গোদাগাড়ী। পরে থানা থেকে জেনেছি আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়েছে। থানাতে আমিও অভিযোগ দিয়েছি। আমার সাথে এই প্রতারণার জন্য সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে’। -বাণিজ্যিক

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে