আরডিএর নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ

প্রকাশিত: জুলাই ৮, ২০২০; সময়: ৩:৪৯ অপরাহ্ণ |
আরডিএর নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে নগরীতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর হড়গ্রাম মীর সাহেব পাড়া এলাকায় মিজানুর রহমান দেওয়ানের স্ত্রী নুরজাহান বেগম এই ভবন নির্মাণ করছেন। ভবন নির্মাণে আরডিএর অনুমোদিত নকশা লঙ্ঘন করায় নির্মাণ কাজ বন্ধ করে কারণ দর্শণের নোটিশ জারি করে কর্তৃপক্ষ। এর পর কাজ বন্ধ করা হলেও ভবনের ভিতরে গোপনে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন তিনি।

জানা গেছে, নকশা অনুমোদনের ২ ও ১৩ নং শর্ত লঙ্ঘন করায় গত ৫ ফেব্রুয়ারি আরডিএ কর্তৃপক্ষ নির্মাণ কাজ বন্ধ করে কারণ দর্শানো নোটিশ জারি করে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নির্মাণ কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ এই নোটিশ জারি করেন।

এতে বলা হয়, ইমারতের ভিত্তিসহ প্রতৌক তলার নির্মাণ পরিদর্শণ করিয়ে প্রমানপত্র গ্রহন করেননি এবং অনুমোদনের নম্বর, তারিখ, তলা উল্লেখ করে নির্মাণস্থলে নির্মাণ তথ্য বোর্ড স্থাপন করেননি। ফলে অনুমোদনের ২ নং শর্ত লঙ্ঘিত হয়েছে।

অপরদিকে ইমারতের সামনে ৩.৪৫ মিটার উম্মুক্ত রাখার বিধান থাকলেও ১.৫০ মিটার রাখা হয়েছে। এছাড়াও ১.৫০ মিটার ছাদ বর্ধিত করা হয়েছে। এছাড়াও ইমারতে পশ্চাতে ১.৫০ মিটর উম্মুক্ত রাখার বিধান থাকলেও ০.৯১ মিটার উম্মুক্ত রেখে ০.৬০ মিটার ছাদ বর্ধিত করা হয়েছে। বিধান লঙ্ঘন করে পুর্ব পাশে ০.৬০ মিটার ও পশ্চিম পাশে ০.৬০ মিটার ছাদ বর্ধিত করা হয়েছে। যা নকশা অনুমোদনের ১৩ নং শর্ত লঙ্ঘন করা হয়েছে।

এ ব্যাপারে ভবনের মালিক নুরজাহান বেগমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নির্মাণ কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, নকশা অনুমোদনের শর্ত লঙ্ঘন করার ওই ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এর পরও যদি সেখানে নির্মাণ কাজ চালায় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে