আরএমপি ৪ ক্রাইম বিভাগের সাথে ১২ টি থানার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

প্রকাশিত: জুলাই ৭, ২০২০; সময়: ৮:১১ অপরাহ্ণ |
আরএমপি ৪ ক্রাইম বিভাগের সাথে ১২ টি থানার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

নিজস্ব প্রতিবেদক : আরএমপি চারটি ক্রাইম বিভাগ এর সাথে সংশ্লিষ্ট ১২ টি থানার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০২১ রূপকল্প এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এপিএ) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রনীত কর্মসূচীর অংশ হিসেবে এ চুক্তি স্বাক্ষর আনুষ্ঠানিক ভাবে বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৭ জুলাই আরএমপি চারটি ক্রাইম বিভাগ-বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা এর সাথে সংশ্লিষ্ট ১২ টি থানার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয় বলে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও মিডিয়া মুখপাত্র মোঃ গোলাম রুহুল কুদ্দুস।

বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন বোয়ালিয়া মডেল থানা, রাজপাড়া থানা ও চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা সাড়ে ১২ টার দিকে ঘটিকায় চুক্তি স্বাক্ষর করেন।

মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মতিহার বিভাগ মোহাম্মদ তারিকুল ইসলাম মতিহার থানা, কাটাখালি থানা ও বেলপুকুর থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা সাড়ে ১২ টার দিকে এ চুক্তি স্বাক্ষর করেন।

শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার, শাহমখদুম বিভাগ জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম শাহমখদুম থানা, এয়ারপোর্ট থানা ও পবা থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা সাড়ে ১২ টার দিকে এ চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়া কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্বে) কাশিয়াডাঙ্গা বিভাগ মুহাম্মদ সাইফুল ইসলাম কাশিয়াডাঙ্গা থানা, কর্ণহার থানা ও দামকুড়া থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা সাড়ে ১২ টার দিকে এ চুক্তি স্বাক্ষর করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে