বাগমারায় শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

প্রকাশিত: জুলাই ৭, ২০২০; সময়: ৬:২০ অপরাহ্ণ |
বাগমারায় শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগামারার গণিপুর ইউনিয়নের মাঝিগ্রামে শিক্ষিকার বিরুদ্ধে পুকুরখননসহ স্কুলের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রাজশাহী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দখলমুক্ত চেয়ে এলাকাবাসি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ থেকে জানা যায়, জেলার বাগমারা থানার গণিপুর ইউনিয়নের একডালা হাট হতে মচমইল হাট পর্যন্ত রাস্তাটি লোক চলাচলে ব্যস্ত থাকে। ইট সোলিং এই রাস্তাটির মাঝিগ্রামে যোবায়ের ও জাহাঙ্গীর হোসেনের বাড়ির পশ্চিম পাশে মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জান্নাতুন ফেরদৌস ও তার অংশিদারগণ প্রায় ৩শ’ ফুট রাস্তা ঘেষে পুকুরখনন করা হয়েছে। এরমধ্যে প্রায় ১০ ফুট রাস্তা কেটেই পুকুরখনন করা হয়। যা চলাচলে দুর্ভোগ পোয়াতে হচ্ছে। শীঘ্রই সংস্কার না হলে ৩শ’ ফুট রাস্তা পুকুরে বিলিন হবে বলে আশংকা করছেন এলাকাবাসি।

ওই শিক্ষিকা মাঝিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে প্রাচির নির্মাণ করেছে। বিদ্যালয়ের উত্তর পাশের আনুমানিক ৬০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের এই জমিতে প্রাচির নির্মাণ করায় শিশুদের খেলাধুলায় বিঘ্ন হচ্ছে। এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় চেয়ারম্যান বারবার তাগাদা দেওয়ার পরেও দখল ছাড়ছে না।

এছাড়াও বিদ্যালয়ের সামনে প্রবেশমুখে রাস্তার ওপর ওই শিক্ষিকার বাড়ির প্রধান গেটের ৩ ফুট চওড়া সানসেট, সিড়ি ও পিলার নির্মাণ করায় রাস্তা সংকীর্ণ হয়ে পড়ায় গাড়ি চলাচল একরকম বন্ধ রয়েছে। শুধুমাত্র প্রাচির ও গেট নির্মাণ করার জন্য ওই স্থানে রাস্তাটিতে তিনটি বাঁকের সৃষ্টি হয়েছে। ওই শিক্ষিকার কাছে থেকে বিদ্যালয়ের জমি উদ্ধারসহ রাস্তা সংস্কারে মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন এলাকাবাসি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে