রামেক হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ৭, ২০২০; সময়: ৫:৫০ অপরাহ্ণ |
রামেক হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : করোনা মোকাবেলায় সম্মুখসারীর যোদ্ধা চিকিৎসকদের উৎসাহিত করতে গণতালি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থানার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেন। মঙ্গলবার সকালে সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি আয়োজন করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

যৌথ এই কর্মসূচি থেকে রাজশাহী মেডিকেল হাসপাতালের আওয়াধীন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তবিবুর রহমান মাসুম ও নিউ ডিগ্রী কলেজের ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক মাহবুব এ খোদার অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং দোসী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় গণতালি ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন- রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, কোষাধ্যক্ষ কাজী হান্নান তংকু, স্মৃতি পরিষদের সম্মানিত সদস্য ইউসুফ আলী, শরিফ উদ্দিন প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে