বাগমারায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: জুলাই ৭, ২০২০; সময়: ৪:২০ অপরাহ্ণ |
বাগমারায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়েছে। সুফল প্রকল্পের আওতায় উপজেলা বন বিভাগের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফলদ, বনজ ও ঔষুধী বৃক্ষের চারা রোপনের উদ্বোধন করা হয়।

বকুল গাছের চারা রোপনের মধ্য দিয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, বন কর্মকর্তা জোনাব আলী, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ।

উপজেলা বন বিভাগ সূত্রে জানাগেছে, সুফল প্রকল্পের আওতায় উপজেলা বন বিভাগের মাধ্যমে পেঁয়ারা, জলপাই, লেবু, বকুল, আমলকী সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে