এন্ড্রু কিশোরের মৃত্যুতে পদ্মাটাইমস পরিবারের শোক

প্রকাশিত: জুলাই ৬, ২০২০; সময়: ১১:৪৯ অপরাহ্ণ |
এন্ড্রু কিশোরের মৃত্যুতে পদ্মাটাইমস পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কিংবদন্তি ও বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহীজুড়ে। তার মৃত্যু রাজশাহীর বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোক প্রকাশ করা হয়েছে পদ্মাটাইমস পরিবারের পক্ষ থেকে।

সোমবার রাতে এক শোক বার্তায় এই শোক ও দুঃখ প্রকাশ করেন পদ্মাটাইমসের প্রকাশক ও সিইও আজিজুল আলম বেন্টু। শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

আজিজুল আলম বেন্টু বলেন, রাজশাহীর উজ্জ্বল নক্ষত্র ও গর্ব প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। তার মৃত্যুতে দেশের মানুষ একজন কিংবদন্তি, বরেণ্য ও সংগীত সম্রাটকে হারালো। এ ক্ষতি অপূরণীয়। এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে কোটি মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। প্লেব্যাক সম্রাট’ খ্যাত দেশবরেণ্য সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সোমবার না ফেরার দেশে চলে গেলেন প্লেব্যাক সম্রাট ও উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে।

এরপর প্রিয় শিল্পীকে একনজর দেখতে রাজশাহীর মহিষবাথান এলাকায় থাকা বড় বোন ডা. শিখা বিশ্বাসের বাড়ির সামনে ভিড় করছেন সবাই। মরণঘাতী ক্যান্সারের অসহ্য যন্ত্রণা নিয়ে এই বাড়িতেই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন উপ-মহাদেশের প্রখ্যাত এই সঙ্গীত তারকা। বড় বোন ও বোনের স্বামী দু’জনই স্বনামধন্য চিকিৎসক। বাড়িটি একটি অংশেই রয়েছে ক্লিনিক। সেখানে গত ২০ জুন থেকে চিকিৎসা চলছিল কিংবদন্তি এন্ড্রু কিশোরের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে