তানোরে তিন পাকা রাস্তা ও বিশুদ্ধ খাবার পানির পাম্পের উদ্বোধন

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৭:৪১ অপরাহ্ণ |
তানোরে তিন পাকা রাস্তা ও বিশুদ্ধ খাবার পানির পাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে কামারগাঁ ইউনিয়ন এলাকায় নতুন নির্মানকৃত ৩টি ইটছলিং (হেড়িং বন্ড) রাস্তা ও বিশুদ্ধ খাবার পানির ১টি সাবমার্সেবুল পাম্পের উদ্বোধন করা হয়েছে। (৫ই জুলাই) রোববার ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পৃথক পৃথক স্থানে নতুন নির্মানকৃত এসব ইটছলিং (হেড়িংবন্ড) রাস্তা ও বিশুদ্ধ খাবার পানির পাম্পের উদ্বোধন করেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

কামারগাঁ ইউপি’র ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রিপন সরকার, তানোর উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক রামকমল শাহা, কামারগাঁ ইউনিয়ন আ’লীগ সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, গোদাগাড়ী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শফিকুল, তানোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল ইসলাম রন্জু প্রমুখ।

এসময় কামারগাঁ ইউনিয়ন ১ নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক রঞ্জিৎ কুমার, মালশিরা সারদীয় মন্দির কমিটির সভাপতি অসিৎ কামার ও সাধারণ সম্পাদক উজ্জল কুমার, কামারগাঁ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নির্মল কুমার, কামারগাঁ ইউনিয়ণ কৃষকলগি সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কামারগাঁ ইউনিয়ন সৈনিকলীগ সাধারণ সম্পাদক হায়দার আলী, কামারগাঁ ইউনিয়ন ১ নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক ইয়াদ আলী, কামারগাঁ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলম হোসেনসহ গ্রামের নারী পুরুষরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর বিশেষ বরাদ্ধ থেকে মালশিরা সারদীয় মন্দির প্রাঙ্গনে স্থাপনকৃত বিশুদ্ধ খাবার পানির জন্য ১টি সাবমার্সেবুল পাম্পের উদ্বোধন এবং এডিপি প্রকল্প থেকে ২ লাখ টাকা ব্যায়ে মির্জাপুর বৈরাগী পাড়ায় নির্মানকৃত ২শ’ ৮৫ ফিট এইচবিবি ইটছলিং (হেড়িংবন্ড) রাস্তা, মালশিরা গ্রামের মধ্যে এডিপি প্রকল্প থেকে ২ লাখ টাকা ব্যায়ে ২শ’ ৮৫ ফিট এইচবিবি ইটছলিং (হেড়িংবন্ড) ও ধানুরা গ্রামের মধ্যে ২লাখ টাকা ব্যায়ে ২শ’ ৮৫ ফিট এইচবিবি ইটছলিং (হেড়িংবন্ড) নির্মানকৃত নতুন রাস্তার উদ্বোধন করা হয়।

  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে