এক বছর আগে হারিয়ে যাওয়া শিশু কে উদ্ধার করে পরিবারকে ফেরত দিল পুলিশ

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৭:২৩ অপরাহ্ণ |
এক বছর আগে হারিয়ে যাওয়া শিশু কে উদ্ধার করে পরিবারকে ফেরত দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রাম থেকে এক বছর আগে হারিয়ে যাওয়া মোছা বৃষ্টি (৮) নামের শিশুকে রাজশাহী আরএমপি বোয়ালিয়া থানা পুলিশ উদ্ধার করেছে। রোববার শিশুটিকে তার বাবা ও মার কাছে হস্তান্তর করেন বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।

ওসি জানান, শিশু বৃষ্টি (৮), পিতা- রাসেল, মাতা- ফারজানা, সাং- আইস ফ্যাক্টরী মোড় স্টেশন কলোনী, থানা ও জেলা- চট্রগ্রাম প্রায় ১ (এক) বছর আগে চট্রগ্রাম থেকে হারিয়ে যায়। সে যেকোনভাবে রাজশাহীতে আসে এবং এই দীর্ঘ সময় রাস্তা ঘাটে ভিক্ষা করে দিন কাটায়। মেয়েটিকে পেয়ে রাজশাহী ইন্সপেক্টর (তদন্ত) মাহবুব আলম এবং এসআই মোঃ আলী আকবর কে অনুসন্ধান করার জন্য দেন।

ওসি আরো জানান, ইন্সপেক্টর (তদন্ত) মাহবুব আলম সমস্ত নিষ্ঠা দিয়ে সংশ্লিষ্ট সব ধরনের কৌশল অবলম্বন করতঃ শিশুটির দেয়া কিছু তথ্যের উপর ভিত্তি করে তার প্রকৃত পিতা মাতাকে খুঁজে বের করেন। রোববার বেলা ১২ টার দিকে শিশু বৃষ্টি (৮) কে তার মাতা ফারজানা, পিতা রাসেল, মোবাইল নং ০১৩০৮-৭৯৮৪৫৩ বোয়ালিয়া মডেল থানা পুলিশ আনুষ্ঠানিক ভাবে শিশুটির বাবা ও মায়ের কাছে হস্তান্তর করেন।

১ (এক) বছর পূর্বে সুদূর চট্রগ্রাম থেকে হারিয়ে যাওয়া মেয়ে বৃষ্টি কে সনাক্ত করতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার বাবা ও মা। বৃষ্টিকে তার পিতা ও মাতার নিকট হস্তান্তরসহ তাদেরকে চট্রগ্রামে ফেরার যাওয়ার সুব্যবস্থা করছে বোয়ালিয়া থানা পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে