পবায় আনসার ভিডিপি অফিস ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৫:৩৪ অপরাহ্ণ |
পবায় আনসার ভিডিপি অফিস ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলা পরিষদ চত্তরে উপজেলা আনসার ভিডিপি অফিস ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে বলে জানা গেছে।

একটি অনির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শুরু থেকেই এই অফিস ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কোন ধরণের কিউরিং না করেই তড়িঘড়ি করে নির্মাণ কাজ এগিয়ে চলেছে। কাজটি একেবারে শেষের পথে। এখন ওই অফিস ভবনের মেঝে টাইলিং ও রং করা বাকি আছে। নিম্নমানের গ্রিল ব্যবহার করা হয়েছে এবং পলেস্টার একেবারে দুর্বল বলে জানা যায়।

আরো জানা যায়, ২৯ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৭শ’ স্কোয়ার ফিটের ভবনটিতে রয়েছে তিনটি ছোট রুম, দুইটি এ্যাটাস ওয়াশরুম ও একটি সিড়িঘর। পলেস্টার কিউরিং না করেই প্রস্তুতি চলছে রং-এর কাজের। এখনো মেঝেতে টাইল্স বসানো হয়নি। পানি সরবরাহ ও ল্যাট্রিন ফিটিংসও বাকি আছে। সঠিক ভাবে কাজটি হচ্ছে কিনা তা সরজমিনে পরিদর্শনের জন্য উর্ধ্বোতন কর্তৃপক্ষের নিকট দাবী সচেতনমহলের।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আকরাম উদ্দিন নিম্নমানের কাজ নিয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। কাজ নিয়ে কথা বলতে চাইলে প্রজেক্ট প্রকৌশলী আল আমিন বলেন, ২০ লাখ টাকার কাজ। কত স্কোয়ার ফিটের কাজ এবং কাজে অনিয়ম হচ্ছে কিনা জানতে চাইলেই তিনি মোবাইল সংযোগ কেটে দেন।

আনসার ভিডিপি বিভাগীয় উপ প্রকৌশলী সরদার আব্দুল খালেক পবা আনসার ভিডিপি ভবনে নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অনিয়মের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এই কাজে বরাদ্দ ২৯ লাখ টাকা। সিডিউল মত কাজ হচ্ছে। কাজে কোন ফাঁকি হচ্ছে না। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কোন সুযোগ নাই। ভাল কাজের বিষয়ে তিনি শতভাগ আশাবাদি বলে জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে