রাজশাহীতে প্রতিদিন ৯৫ জন করে বাড়ছে করোনা আক্রান্ত

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ২:৩৮ অপরাহ্ণ |
রাজশাহীতে প্রতিদিন ৯৫ জন করে বাড়ছে করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চলতি মাসের পাঁচদিনে করোনা আক্রান্ত রোগি বেড়েছে ৪৭৪ জন। এর মধ্যে ১ জুলাই ৬৯ জন, ২ জুলাই ১০৬ জন, ৩ জুলাই ১২৫ জন, ৪ জুলাই ৭৯ জন ও সর্বশেষ ৫ জুলাই ৯৫ জন। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৯৫ জন করোনা আক্রান্ত বাড়ছে এ জেলায়।

সর্বশেষ রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে নগরীর ৭৩ জন। এছাড়াও সিভিল সার্জনের হিসেবে গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা না গেলেও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১ জন। রোববার জেলা সিভিল সার্জন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহীর দুইটি ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রাজশাহী ৯৫ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮৫ জনে। এর মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫৬ জন।

রাজশাহীতে করোনা আক্রান্তদের মধ্যে সবচেয়ে সিটি করপোরেশন এলাকার ৭৯৯ জন। এছাড়া জেলার বাঘা উপজেলায় ২৩, চারঘাটে ৩১, পুঠিয়ায় ১৪, দুর্গাপুরে ১৬, বাগমারায় ৩২, মোহনপুরে ৪৩, তানোরে ৪৩, পবায় ৭৪ এবং গোদাগাড়ীতে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত রাজশাহী নগরে ছয়জন এবং বাঘা, চারঘাট, মোহনপুর ও পবায় একজন করে ১০ জন মারা যান। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন নগরীতে ৫৫ জন, বাঘায় চারজন, চারঘাটে ১৩ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় ১৬ জন, মোহনপুরে ৩২ জন, তানোরে ১৩ জন, পবায় ৭ জান ও গোদাগাড়ীতে একজন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে