রাজশাহীতে বিনামূল্যে করোনা টেস্টের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ৪, ২০২০; সময়: ১:৪৩ অপরাহ্ণ |
রাজশাহীতে বিনামূল্যে করোনা টেস্টের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সীমান্তে নির্বিচারে হত্যা, করোনা টেস্টের ফি বাতিল ও স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার জনগণের কাছ থেকে ট্যাক্স নেয়। তাহলে করোনা পরীক্ষা করাতে জনগণ আবার টাকা দিবে কেনো। স্বাস্থ্যখাতে এত বড় বাজেটের পরেও জনগণের পকেট থেকে টাকা নিয়ে কেনো করোনা পরীক্ষা করানো হবে।

মানববন্ধনে তারা করোনা টেস্টের ফি বাতিল করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি জহরুল হক, সহ-সভাপতি মো. ইসহাক, সাধারণ সম্পাদক মো. শইব, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, অর্থ সম্পাদক মো. হাবিবুল্লাহ প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে