রাজশাহীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

প্রকাশিত: জুলাই ৩, ২০২০; সময়: ১২:৪৯ পূর্বাহ্ণ |
রাজশাহীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় একদিনে সর্বোচ্চ ১২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সিটি এলাকায় ১০০ জন। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এদিন দুই ল্যাবে ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ তথ্য জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।

দুই ল্যাবে একদিনে ১৩১ জনের নমুনা করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ১২৯ জন ও পাবনার ২ জন। রাজশাহীর ১২৯ জনের মধ্যে নগরীর ১০০ জন ও পবার ২৯ জন। এ নিয়ে রাজশাহী জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ৯১৪ জন। যার মধ্যে রাজশাহী নগরীতে ৬৪০ জন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৫৪ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। তাদের সবাই রাজশাহী নগরে বসবাস করে। নতুন আক্রান্তদের মধ্যে রামেক হাসপাতালের দুইজন চিকিৎসক ও ছয়জন পুলিশ রয়েছে।

ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে দুই শিফটে ১৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭৭ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৭৫ জন, পাবনার ২ জন। রাজশাহীর ৭৫ জনের মধ্যে নগরীর ৪৫ জন ও পবার ২৯ জন।

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরীতে ৬৪০ জন। এছাড়াও বাঘায় ২০ জন, চারঘাটে ২৮ জন, পুঠিয়ায় ১৪ জন, দুর্গাপুর ১২ জন, বাগমারায় ৩১ জন, মোহনপুরে ৪১ জন, তানোরে ৩৭ জন, পবায় ৮১ জন ও গোদাগাড়ীতে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে