গোদাগাড়ীতে বিজ্ঞান শিক্ষা উন্নয়নে মেধাবী ছাত্রীদের বৃত্তির চেক প্রদান 

প্রকাশিত: জুলাই ২, ২০২০; সময়: ৪:৩৩ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে বিজ্ঞান শিক্ষা উন্নয়নে মেধাবী ছাত্রীদের বৃত্তির চেক প্রদান 
জ্যেষ্ঠ প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
 বৃহস্পতিবার সিবিভিও শাখা কার্যালয়, রাজাবাড়ীহাটে সকাল ১০ টায় স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দুরত্ব বজায় রেখে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন” প্রকল্পের অধীনে প্রতীচী ট্রাস্ট (বাংলাদেশ) এর আর্থিক সহযোগিতায়, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-ঢাকার সমন্বয়ে এবং সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে বিজ্ঞান শিক্ষা উন্নয়নে মেধাবী ছাত্রীদের মাঝে এঔ বৃত্তির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 গোদাগাড়ী ও পবা উপজেলার ১১জন মেধাবী বিজ্ঞান বিভাগের ছাত্রীকে ৩য় ব্যাচের ২য় বছরের বৃত্তির চেক প্রদান করা হয়। যার প্রতিজনের টাকার ৩ হাজার ৬শ’ এবং প্রথম কিস্তি প্রদান করা হয়েছিল ৪ হাজার ১৫৫ টাকা।
বৃত্তিপ্রাপ্ত নারী শিক্ষার্থীরা হলো রাজাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের রিয়া খাতুন, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেরা খাতুন, হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সাদিয়া সুলতানা, আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ফারিয়া তাসনিম,  প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাদিরা খাতুন, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের জেরিন তানজিম জিম, দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের নাজমুন নাহার, উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের তামান্না আক্তার, গোগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের আলেয়া খাতুন, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের মোনিতা খাতুন, ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ঈশিতা ইসলাম।
নারী শিক্ষার্থীরা এই অর্থ দিয়ে বিজ্ঞান উপকরণ, ক্যালকুলেটর, প্র্যাকটিক্যাল খাতা, পরীক্ষার রেজিষ্ট্রেশন ইত্যাদি কাজে ব্যয় করবে।
চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিবিভিওর প্রকল্প সম্বয়কারী মো: আরিফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মো: আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, সিসিবিভিওর প্রশিক্ষণ সমন্বয়কারী মো: নিরাবুল ইসলাম নিরব, পরিবীক্ষণ কর্মকর্তা শাহাবুদ্দিন, শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত, সমাজ সংগঠকগণ এবং প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে