চারঘাটে উপজেলা প্রশাসন ও বনবিভাগের বৃক্ষরোপন

প্রকাশিত: জুলাই ২, ২০২০; সময়: ২:২৭ অপরাহ্ণ |
চারঘাটে উপজেলা প্রশাসন ও বনবিভাগের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বৃক্ষরোপন অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফকরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগ অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ মৌসুমের চারঘাট উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৮২ হাজার ৫ শত ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়।

চারঘাট উপজেলার বনকিশোর থেকে পুঠিমারী রাস্তার এক কিলোমিটার রাস্তায় দুই ধারে ১৩ হাজার ফলজ ও বিভিন্ন ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা বনবিভাগের কর্মকর্তা এবিএম আব্দল্লাহ, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও সামাজিক বনায়ন কর্মসূচীর সভাপাতি আকবর আলী, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমরান আলী, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপাতি খালেদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, আবওহাওয়ার ভারসাম্য বজায় রাখার জন্য প্রতিটি নাগরিকের নিজ নিজ এলাকায় সর্বনিম্ন তিনটি করে গাছ লাগাতে হবে পাশাপাশি এই গাছগুলো স্থানীয় জনগণ রক্ষনাবেক্ষনের দ্বায়িত্ব নেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নে এই বৃক্ষরোপন কার্যক্রম অব্যহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে