রাজশাহীতে নকল কসমেটিকস তৈরীর কারখানার সন্ধান, গ্রেপ্তার ৫

প্রকাশিত: জুলাই ১, ২০২০; সময়: ১১:২০ অপরাহ্ণ |
রাজশাহীতে নকল কসমেটিকস তৈরীর কারখানার সন্ধান, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিক তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার উপকরণ জব্দ করা হয়। পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামজীবনপুর গ্রামের মাসুদ রানার কারখানায় এ অভিযান চালায় পুলিশ। এ সময় আটক করা হয়েছে নকল কসমেটিকস কারখানা মালিক মাসুদ রানাসহ পাঁচজনকে।

পুলিশ জানায়, পুঠিয়া পৌরসভার রামজীবনপুর গ্রামের মাসুদ রানা গোপনে নকল কসমেটিকস তৈরীর কারখানা গড়ে তুলেছে বলে খবর পাই গোয়েন্দা সংস্থা এনএসআই। এর পর সেখানে নজরদারি বাড়ানো হয়। বুধবার রাত নয়টার দিকে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তারের নেতৃত্বে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও পুলিশ অভিযান চালায়। এ সময় নকল কসমেটিকস তৈরীর উপকরণ ও সরঞ্জামসহ হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে মাসুদ রানা (৩৬), তার ভাই শফিকুল ইসলাম (৩১), মাসুদ রানার স্ত্রী দিলরুবা (৩২) একই এলাকার আব্দুল লতিফের স্ত্রী সাবেরা (৩১) ও রুহুল আমিনের ছেলে জাহিদ (১৬)।

এসময় নামি-দামি দেশি-বিদেশি কোম্পানীর ৯ প্রকারের বিপুল পরিমাণ নকল কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে ভারতীয় পতেঞ্জলি কোম্পানীর বিভিন্ন কসমেটিকসই বেশি জব্দ করা হয়েছে। যেগুলো এখানেই তৈরী করা হতো।

এনএসআইয়ের উপ-পরিচালক মোহাম্মদ সৈয়দ হোসেন জানান, মাসুদ রানা রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে এসব নকল কসমেটিকস বিক্রি করতো। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন এনএসআইয়ের রাজশাহী জেলার সহকারী পরিচালক জাহিদ হাসান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে