দুর্গাপুরে সস্ত্রীক ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুলাই ১, ২০২০; সময়: ৯:৫৬ অপরাহ্ণ |
দুর্গাপুরে সস্ত্রীক ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ নং কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী মোল্লা (৭০) ও তার স্ত্রী আইনুন নেসা (৫৫)। তার বাড়ি উপজেলার গোপালপাড়া গ্রামে। বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগ থেকে চেয়ারম্যান আফসার আলী মোল্লা ও তার স্ত্রীর করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চেয়ারম্যান আফসার আলী মোল্লা জানান, হঠাৎ করে তার ও তার স্ত্রীর করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগে তিনি যোগাযোগ করেন। গত ২৮ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালের ভাইরোলজী বিভাগে পাঠায়।

চেয়ারম্যান আফসার আলী মোল্লা আরো জানান, ১ জুলাই তার ও তার স্ত্রীর করোনা ভাইরাস সনাক্ত হয়েছে মর্মে রামেক হাসপাতালের ভাইরোলজী বিভাগ থেকে রিপোর্ট দেওয়া হয়। তবে তিনি এবং তার স্ত্রী নিজ বাড়িতেই অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন ও সম্পূর্ণভাবে সুস্থ আছেন বলেও জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জানান, রাজশাহী সিভিল সার্জন অফিস থেকে চেয়ারম্যান আফসার আলী ও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে মর্মে তাকে অবগত করা হয়েছে। এরপর উপজেলা প্রশাসনের সহায়তায় চেয়ারম্যান আফসার আলী ও তার স্ত্রীর হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে তাদের বাড়ি লকডাউন করা হবে।

দুর্গাপুর উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ জন। এর আগে ১০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে