রাজশাহীতে সাত দিনেই বেড়েছে দ্বিগুণ করোনা রোগি

প্রকাশিত: জুলাই ১, ২০২০; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
রাজশাহীতে সাত দিনেই বেড়েছে দ্বিগুণ করোনা রোগি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় করোনা আক্রান্ত রোগী ছয় দিনে দ্বিগুণ বেড়ে হয়েছে ৬৭৯ জন। এর মধ্যে রাজশাহী নগর ‘হটস্পট’ হয়ে দাঁড়িয়েছে। এখানে এই রোগী শনাক্ত হয়েছেন ৪৫৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগর, জেলাসহ নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। বুধবার জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য জানান।

সিভিল সার্জন দপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহী জেলায় প্রথম কোভিড রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল। এই জেলায় প্রথম ৩০০ রোগী শনাক্ত হয় ২৩ জুন ৭১তম দিনে। পরের সাড়ে ৩০০ রোগী শনাক্ত হয় মঙ্গলবার ৭৮তম দিনে। অর্থাৎ এই জেলায় কোভিড রোগী শনাক্ত দ্বিগুণ এর বেশী হয়েছে মাত্র সাত দিনে।

সিভিল সার্জন এনামুল হক জানান, মঙ্গলবার এ জেলায় নতুন করে ৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরের রয়েছেন ৫৯ জন। এঁদের মধ্যে চিকিৎসক ও নার্সও রয়েছেন। নতুন এই ৬৯ রোগী শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় মোট রোগীর সংখ্যা হয়েছে ৬৭৯ জন। আর শুধু রাজশাহী নগরে এই রোগী ৪৫৫ জন।

তিনি বলেন, রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরীতে ৪৫৫ জন। এছাড়াও বাঘায় ১৯ জন, চারঘাটে ২৫ জন, পুঠিয়ায় ১৪ জন, দুর্গাপুর ১০ জন, বাগমারায় ২৫ জন, মোহনপুরে ৩৫ জন, তানোরে ৩৭ জন, পবায় ৫১ জন ও গোদাগাড়ীতে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে মঙ্গলবার পর্যন্ত করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৫ জন, বাঘায় একজন, চারঘাটে একজন, মোহনপুরে একজন ও পবায় একজন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ৪৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ১১৪ জন। এর মধ্যে নগরীর ৫৪ জন, বাঘার চারজন, চারঘাটের ১৩ জন, পুঠিয়ার নয়জন, দুর্গাপুরের তিনজন, বাগমারার পাঁচজন, মোহনপুরের পাঁচজন, তানোরের ১৩ জন, পবার সাতজন ও গোদাগাড়ীর একজন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে