রাজশাহীতে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১, ২০২০; সময়: ৩:১৪ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানান।

ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনার উপসর্গ নিয়ে ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী মাসুদ রানার (৪৫) মৃত্যু হয়। তিনি রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে। মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাব সহকারী ছিলেন।

তিনি বলেন, মাসুদ রানার করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও মাসুদ রানার লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ডা. সাইফুল ফেরদৌস জানান, দুপুর পৌনে ১টার দিকে করোনা রোগিদের চিকিৎসায় ৩০ নং ওয়ার্ডে মীর শওকত আলী মারা যান। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। সকাল পৌনে ১০টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বাড়ি নগরের হোসনীগঞ্জ এলাকায়। তিনি অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে