রামেক ল্যাবে আজ ২১ জন করোনা রোগি শনাক্ত

প্রকাশিত: জুন ৩০, ২০২০; সময়: ৬:৪৪ অপরাহ্ণ |
রামেক ল্যাবে আজ ২১ জন করোনা রোগি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষার পর আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানিয়েছেন।

ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে দুই শিফটে ১৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২১ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের ৯ জন। রাজশাহীর ১২ জনের মধ্যে নগরীর ৪ জন এবং তানোরের ৮ জন।

রাজশাহীর নতুন আক্রান্তরা হলেন, নগরীর রুনু (৫০), রোকেয়া বেগম (৭০), ঘোষপাড়ার নগর কুমার, র‌্যাব-৫ সদস্য কামরুল ইসলাম (৪২), তানোর উপজেলার মিঠন (২৩), রায়হান (১৮), সুমন (৩২), আলমগীর (৩৮), তুষার (২৭), সোহান (২৮), আরিফ হোসেন (২৮), নুর-এ-আলম (৩১)

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে