পুঠিয়া থানার দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুন ৩০, ২০২০; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
পুঠিয়া থানার দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, পুুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় থানার দুই পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুই পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল আলিমুল বারেক (৩৬) ও মনিরুল ইসলাম (৩৫)। মঙ্গলবার (৩০ জুন ) সকালে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নাজমা আক্তার বলেন, তাঁরা পুঠিয়া থানায় কর্মরত অবস্থায় আক্রান্ত হন। পরে তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৩ জুন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে পাঠায়।

মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে আলিমুল বারেক উপজেলা সদরের একটি ভাড়াবাসায় এবং মনিরুল ইসলাম পুঠিয়া থানা অস্থায়ী ব্যারাকে আইসোলেশনে থাকবেন। সেখানেই তার চিকিৎসার সুব্যবস্থা করা হবে।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, আক্রান্তের বাড়ি এবং পুলিশের অস্থায়ী ব্যারাকটি লকডাউন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে