রামেক ল্যাবে আরও ২৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ৭:১৮ অপরাহ্ণ |
রামেক ল্যাবে আরও ২৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষার পর আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানিয়েছেন।

ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৮ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ১৬ জন, পাবনার ১ জন ও নাটোরের ১১ জন। রাজশাহীর ১৬ জনের মধ্যে নগরীর ১৫ জন ও গোদাগাড়ীর একজন।

নতুন আক্রান্তরা হলেন, রাজশাহী মাহনগরীর রইচ উদ্দিন (৪৫), আইরিন নাহার (৫০), সাদিয়া আফরিন (১৮), ইকলিসুর (৩৯), মাহমুদা (৩৭), মকফিরুল (৪৫), রাকিব (৩২), আলমামুন (৪০), ওবাইদুর (২৬), আশেয়া আক্তার (৩৪) নগরীর বহরমপুর এলাকার আবু জার (৪৬), সানজিদা আফরিন (২০), তানভির (৩২) ডা. সেলিম খান(৫৫) , ড. আফরোজা আক্তার (৫৩) ও রাজশাহীর গোদাগাড়ীর আনোয়ার হোসেন (৩৫)।
এছাড়াও নাটোরে আক্রান্তরা হলেন, জেলার গুরুদাসপুরের ওমর (৪৮), নাটোরের চন্দ্রাকালার আদম আলী (৬০), বাগাতিপাড়ার মকলেসুর (৩৮) ও গোবিন্দপুরের গোলাম কিবরিয়া (৫২), বাগাতিপাড়ার লিপি (২৫), তারেক (৪২), মাহবুবুর (৩৬), খাদিজাতুল (১১), মিনহাজুল (৪৬), শরিফা (৩০), নাজমা (২৭) ও পাবনার ঈশ্বরর্দী উপজেলার সুমন (৩৯)।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে