তানোরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ৫:২৪ অপরাহ্ণ |
তানোরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মকবুল হোসেন নামের এক বৃদ্ধের (৭৪) মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কামারগাঁ বাজারস্থ জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রোববার (২৮ জুন) বেলা ৩টার দিকে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামের নিজ বাসায় তার মৃত্যু হয়। মকবুল হোসেনের দুই ছেলে মোবারক হোসেন ও আব্দুর রাজ্জাকও করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে হোমকয়ারেন্টাইনে রয়েছেন।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার রোজিয়ারা খাতুন বলেন, শরীরে জ্বর নিয়ে বুধবার (২৪ জুন) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন ওই বৃদ্ধের দুই ছেলে। তবে, তারা চিকিৎসা না নিয়ে শুধু করোনার নমুনা পরীক্ষার নমুনা দিয়েই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান।

পরদিন (২৫ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে তাঁদের দু’জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ রির্পোট আসে। এরপর থেকেই পরিবার সদস্যসহ তাঁরা নিজ বাসায় হোমকয়ারেন্টাইনে ছিলেন। রোববার দুপুরে আক্রান্ত দুই ছেলের বৃদ্ধ পিতা মকবুল হোসেন নিজ বাড়িতে মারা যান।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার রোজিয়ারা খাতুন বলেন, ওই বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল। পরে স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে বিকেলে পারিবারিক ভাবে লাশ দাফন করা হয়েছে।

  • 44
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে