পবার দর্শনপাড়া ইউপির বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৯, ২০২০; সময়: ৩:২৫ অপরাহ্ণ |
পবার দর্শনপাড়া ইউপির বাজেট সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে বাজেট উপস্থাপনা করেন ইউপি’র সচিব আব্দল্লাহীল কাফী। ইউনিয়নের ২০২০-২০২১ অর্থ বছরের জন্য সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬৯ লাখ সাড়ে তিন হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬৮ লাখ ৮০ হাজার টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে সাড়ে ২৩ হাজার টাকা। কেেরানা ভাইরাস বিস্তার রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতি বছরের ২০ মে এ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও গতকাল সোমবার করোনা সংকট মোকাবেলায় জিআর চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। ইউনিয়নের ৫শ’ জন দুঃস্থ ও কর্মহীনদের এসব চাল ও টাকা বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, পরিদর্শক নুরুজ্জামানসহ ইউপি’র সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে