উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনে পদ্মাপাড় পরিদর্শনে রাসিক মেয়র লিটন

প্রকাশিত: জুন ২৮, ২০২০; সময়: ৯:১৩ অপরাহ্ণ |
উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনে পদ্মাপাড় পরিদর্শনে রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে পদ্মা নদীপাড় পরিদর্শন করেছেন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার বিকেলে সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দের সাথে নিয়ে পদ্মাপাড় পরিদর্শন করেন মেয়র।

টি-বাঁধ এলাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক পর্যন্ত এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় পদ্মাপাড়ের উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনের পরিকল্পনা গ্রহণের জন্য প্রকৌশলীদের দিক-নির্দেশনা প্রদান করেন মেয়র।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, সহকারী আর্কিটেক্ট জহুরুল আনোয়ার অনন্ত, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, সহকারী প্রকৌশলী (সিভিল) তানজির রহমান বন্ধন, সহকারী প্রকৌশলী (সিভিল) আসিফুল হাবিব, সহকারী প্রকৌশলী (সিভিল) অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী কামাল পারভেজ সবুজ ও শামস নূর প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে