রামেক ল্যাবে আরও ৩৩ জন করোনা রোগি শনাক্ত

প্রকাশিত: জুন ২৮, ২০২০; সময়: ৭:২২ অপরাহ্ণ |
রামেক ল্যাবে আরও ৩৩ জন করোনা রোগি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষার পর আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। রোববার সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।

তিনি বলেন, রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮৫ জনের নমুনার। যার মধ্যে ৩৩ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ১৬ জন, পাবনার ১৭ জন। রাজশাহীর ১৬ জনের মধ্যে নগরীর ১১ জন ও তানোরের ৫ জন।

রাজশাহী নগরীর আক্রান্তরা হলেন, লক্ষীপুর এলাকার শামীম আক্তার (৪৫), রাজপাড়া থানা এলাকার জান্নাতুল ফেরদৌস (৮), মিনারা খাতুন (৪১), র‌্যাব ৫ এর সদস্য শাহাবুদ্দিন (২৮), বিমানবন্দর থানাধীন আজম আলী (৫২)।

রেজাউল ইসলাম (৩৪), মাহবুব (৪৩), সাইফুল ইসলাম (৬৩) সারোয়ার (৩৮), ফাতেমা (২৮), লুতফুর রহমান (৫৫)। এই ৬জন রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে নমুনা দিয়েছিলেন পরীক্ষার জন্য। এছাড়াও তানোর উপজেলার আক্রান্তরা হলেন, শহীদুল্লাহ (৫৫), কামরুল (২৮), শিউলি (৪০), মোহেল (৩১), পুবানী (৪৫)।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে