রাজশাহীতে করোনা আক্রান্ত ৫০০ ছাড়াল, নগরেই ৩৬৭

প্রকাশিত: জুন ২৭, ২০২০; সময়: ১০:৪২ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনা আক্রান্ত ৫০০ ছাড়াল, নগরেই ৩৬৭

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার জেলায় ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৯ জনে। এর মধ্যে রাজশাহী নগরীর ৩৬৭ জন।

শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহারের দেয়া তথ্য মতে এ দিন দুই ল্যাবে ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৪ জনের করোনা পজিটিভ আসে। যার মধ্যে রাজাশাহীর ৪৫ জন। এ নিয়ে রাজশাহীতে আক্রান্ত দাঁড়াল ৫১৯ জনে।

রাজশাহীতে করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশী নগরে ৩৬৭ জন। এছাড়াও বাঘায় ১৭ জন, চারঘাটে ১৮ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুর ৭ জন, বাগমারায় ২০ জন, মোহনপুরে ২৩ জন, তানোরে ২৪ জন, পবায় ২৭ জন ও গোদাগাড়ীতে ৩ জন।

রাজশাহী জেলায় সরকারি হিসেবে শনিবার পর্যন্ত মারা গেছেন ৭ জন। এর মধ্যে নগরীতে তিনজন, বাঘায় একজন, চারঘাটে একজন, মোহনপুরে একজন ও পবায় একজন। এছাড়াও জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৮ জন। এর মধ্যে নগরের ১৫ জন, বাঘায় চারজন, চারঘাটে সাতজন, পুঠিয়ায় নয়জন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় পাঁচজন, মোহনপুরে পাঁচজন, তানোরে ১৩ জন, পবায় ছয়জন ও গোদাগাড়ীতে একজন।

রাজশাহীতে প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপ্রিল। এর পর থেকে বাড়ছেন করোনা আক্রান্ত। এ পর্যন্ত আক্রান্ত ৫১৯ জন। এর মধ্যে হোম আইসোলেশনের রয়েছে ৩৯৪ জন। আর প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন পাঁচজন। ১ মার্চ থেকে এ পর্যন্ত কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ২০৫৫ জন। ছাড়পত্র দেয়া হয়েছে ২০৫৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ১ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে