জমে উঠেছে রাজশাহীর পাইকারি কাঁচা মরিচের হাট (ভিডিও)

প্রকাশিত: জুন ২৬, ২০২০; সময়: ৩:৫৭ অপরাহ্ণ |
জমে উঠেছে রাজশাহীর পাইকারি কাঁচা মরিচের হাট (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : জমে উঠেছে রাজশাহীর খড়খড়ি বাইপাস কাঁচা মরিচের হাট। প্রতিদিনই ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠছে কেনাবেচা। এই হাট থেকে কাঁচামরিচ ক্রয় করা পাঠানো হচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।

খোঁজ নিয়ে জানা যায়, খড়খড়ি বাইপাস কাঁচাবাজার এ অঞ্চলের কাঁচামরিচ বিক্রির জন্য বিখ্যাত। প্রতিদিন বেলা ১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কাঁচামরিচ বিক্রির হাট বসে। রাজশাহীর পবা, মোহনপুর ও দুর্গাপুর থেকে চাষীরা কাঁচামরিচ নিয়ে এসে খড়খড়ি বাইপাস কাঁচাবাজারে পাইকারি বিক্রি করেন।

বৃহস্পতিবার সরেজমিনে খড়খড়ি বাইপাস কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, সেদিন পাইকারি ৭২ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হয়েছে। নায্য দাম পেয়ে খুশি চাষীরা।

মোহনপুরের এক চাষী জানান, তার দশ কাঠা জমিতে কাঁচামরিচ চাষাবাদ করেছেন। ৯০ কেজি কাঁচামরিচ কেজিপ্রতি ৭২ টাকা দরে বিক্রি করেছি।

একজন আড়তদার বলেন, আমি প্রতিদিন ৩ হাজার কেজি কাঁচামরিচ ক্রয় করি। ক্রয়কৃত কাঁচামরিচ চট্টগ্রামে পাঠানো হয়।

রাজশাহী খড়খড়ি কাঁচাবাজার কমিটির সভাপতি রওশন আলী জানান, প্রতিদিন প্রায় ৩০ মেট্রিক টন কাঁচামরিচ এই কাঁচাবাজারে বিক্রি হয়। ক্রয়কৃত কাঁচামরিচ ট্রাকে করে আড়তদাররা প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠান। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ট্রাক কাঁচামরিচ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়,  রাজশাহীতে এবছর এক হাজার ৮৭৩ হেক্টর জমিতে প্রায় ২৩ হাজার মেট্রিক টন কাঁচামরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে