সুবিধা বঞ্চিত নারী ও শিশুর মাঝে লফসের চাল বিতরণ

প্রকাশিত: জুন ৬, ২০২০; সময়: ৮:১৭ অপরাহ্ণ |
সুবিধা বঞ্চিত নারী ও শিশুর মাঝে লফসের চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে নিম্নমধ্যবৃত্ত পরিবার আজ চরম হুমকির সম্মূখীন। দিন আনা খেটে খাওয়া মানুষগুলো আজ চরম অসহায় জীবন যাপন করছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সমসময় দূর্যগকালীন বিপদস্থ জনসাধারণকে সাধ্যমতো সহযোগিতা করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার সংস্থার মানবিক কর্মসূচীর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ৭০ জন সুবিধা বঞ্চিত নারী ও শিশু সদস্যের মাঝে দূরত্ব বজায় রেখে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সংস্থার নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন উপস্থিত থেকে চাল বিতরণ করেন। তিনি বলেন, লফস চেষ্ঠা চালিয়ে যাচ্ছে ত্রাণ বিতরণ যেন নিয়মিত বিপদকালীন সময় পর্যন্ত অব্যাহত রাখতে পারি। এছাড়া সমাজের বৃত্তবানদের এই দূর্যগকালীন সময়ে আরও সক্রিয়ভাবে অসহায় মানুষগুলোর পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, লফসের কোষাধ্যক্ষ শহিদুর রহমান, নির্বাহী সদস্য সেকেন্দার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে