তানোরে চালককে অজ্ঞান করে অটো ছিনতায়

প্রকাশিত: জুন ৬, ২০২০; সময়: ৫:৩০ অপরাহ্ণ |
তানোরে চালককে অজ্ঞান করে অটো ছিনতায়

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর তানোরের রাস্তায় রাতে একটি অটো ছিনতাই এর ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে চাঁপাই সদরের আমনুরা হতে দুইজন যাত্রী তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে আসার পথে যাত্রীবেসী ছিনতাই কারীরা চালককে জুস খাওয়াই। এতে সে অজ্ঞান হলে রাস্তায় ফেলে গাড়ী নিয়ে পালিয়ে যাই তারা।

রাস্তার পাশে পরে থাকার প্রায় এক ঘন্টা পরে চালকের জ্ঞান ফিরলে সে রাতে পায়ে হেটে মুন্ডুমালা বাজারে আসেন। এবং বিষয়টি স্থানীয়দের বলেন। স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করে তার পরিবারকে খরব দেন। অটো চালককে হাসপাতালে ভর্তি করবে বলে নিয়ে চলে যান। সুস্থ্য হলে অভিযোগ করা হবে বলে পুলিশকে জানান।

পরিবারের সদস্যরা রাতেই মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে অটো ছিনতায়ের ঘটনা জানান। পুলিশ রাতে ছিনতাই হওয়া অটো উদ্ধারে কয়েকটি রাস্তা অভিযান চালালেও অটো উদ্ধার করতে পারেনি।

অটোচালকের নাম রাজিব ইসলাম (৪৫) সে চাঁপাই জেলার শিবগঞ্জ উপজেলার যাবরি গাজিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রাজিব গত এক বছর যাবত নিজের শিহাম পরিবহণ নামের একটি অটো গাড়ী চালাতেন।

অটো চালকের পিতা রফিকুল ইসলাম জানান, তার ছেলে তিন বছর যাবত অটো চালান। কোন দিন এমন ঘটনা ঘটেনি। তানোর যাত্রী নিয়ে আসার সময় এমন ছিনতাই এর ঘটনা প্রথম ঘটলো। তার ছেলে এখনও জ্ঞান হারায় ফেলছে মাঝে মধ্যে। তাকে চাঁপাই সদর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ্য হলে মামলার বিষয়ে যোগাযোগ করা হবে।

মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অটো ছিনতাই এর ঘটনায় রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। কিন্ত কোন ক্লু খুজে পাওয়া যাইনি। তিনি বলেন, চালকে জুসের সঙ্গে নিশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। চালক ভাল ভাবে কিছু বলতে পারছেনা। অভিযোগের বিষয়ে তিনি বলেন, সে সুস্থ হলে অভিযো দিতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে