বাগমারার মজোপাড়া-তকিপুর গ্রামীণ পাকা রাস্তার উদ্বোধন

প্রকাশিত: জুন ৬, ২০২০; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
বাগমারার মজোপাড়া-তকিপুর গ্রামীণ পাকা রাস্তার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (আইআরআইডিপি-২) এর আওতায় গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার আউচপাড়া ইউনিয়নের মজোপাড়া মোড়ে এই রাস্তাটির উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। মজোপাড়া-তকিপুর পর্যন্ত গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ১ কোটি ৪০ লাখের অধিক টাকা ব্যয়ে রাস্তাটি পাকাকরণ করা হয়।

রাস্তাটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন আউচপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানারা বেগম প্রমুখ। উদ্বোধন শেষে করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে