রাজশাহীতে করোনা আক্রান্ত আরও বাড়ল

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ১১:৫৫ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনা আক্রান্ত আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগে করোনা ল্যাবে আরও ৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজনের বাড়ি রাজশাহীতে। তবে একজনের কর্মস্থল নাটোরে। শুক্রবার রাতে এ ল্যাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

নতুন আক্রান্ত রাজশাহীর তিনজনের মধ্যে দুইজন নগরে ও আরেকজনের বাড়ি তানোরে বলে জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। এরা হলেন, হাফিজুল হক (৫৮), শাহীন আলম (২৫) ও মকলেসুর রহমান (৪৫)।

আক্রান্তদের মধ্যে মকলেসুর রহমান (৪৫) নাটোর ইসলামী ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার বাড়ি নগরীর বনলতা আবাসিক এলাকায়। ৫৮ বছর বয়স্ক হাফিজুল হকের বাড়ি নগরীর রানিনগর হাদিরমোড় এলাকায়। তিনি ঢাকার একটি ক্লিনিকে কাজ করতেন। আর রাজমিন্ত্রীর কাজ করা ২৩ বছর বয়স্ক শাহিন আলমের বাড়ি তানোর উপজেলা কোয়েলহাট এলাকায়। তিনি গত ১৭ মে টেকনাফ থেকে রাজশাহীতে ফেরেন। টেকনাফ থেকে তার সাথে রাজশাহীতে ফেরা অপর এক সহকর্মী করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন শাহিন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে তিনজনের নমুনায় করোনা ধরা পড়ে। এই তিনজনের মধ্যে রাজশাহী নগরে বসবাস করে দুইজন।

এর আগে রামেকের করোনা পরীক্ষা ল্যাবের ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জন এর নমুনা পরীক্ষা করা হয়। তবে ১৬৩ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। যেখানে ২২ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এদের মধ্যে পাবনার ১৯ ও নাটোরের তিনজন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে