রাজশাহী অঞ্চলে বাড়ল করোনায় মৃত্যু ও আক্রান্ত

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ২:৪৮ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলে বাড়ল করোনায় মৃত্যু ও আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : দিনে দিনে আরও জটিল হচ্ছে রাজশাহী বিভাগে করোনা সংক্রমণ পরিস্থিতি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৩ করোনা রোগী। একই সময় মারা গেছেন দুইজন।

বিভাগে এ পর্যন্ত এক হাজার ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩০৯ জন। বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় মারা গেছেন ১১ জন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, নওগাঁয় দুইজন, নাটোরে একজন, বগুড়ায় তিনজন ও সিরাজগঞ্জ দুইজন।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৭২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৪২ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়। আর সিরাজগঞ্জে ২২ জন। এছাড়াও রাজশাহীতে ছয়জন, পাবনায় একজন ও নাটোরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগের আট জেলার মধ্যে এ পর্যন্ত বগুড়ায় ৫১৭ জন, জয়পুরহাটে ২০৫ জন, নওগাঁয় ১৪৬ জন, রাজশাহীতে ৭২ জন, নাটোরে ৬১ জন, সিরাজগঞ্জে ৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জন এবং পাবনায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. গোপেন্দ্র নাথ জানান, এ পর্যন্ত করোনা জয় করেছেন নওগাঁয় ৯১ জন, জয়পুরহাটে ৮০ জন, বগুড়ায় ৪৭ জন, রাজশাহীতে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন, নাটোরে ১১ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ৮ জন।

তিনি বলেন, রাজশাহী বিভাগে তিনটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে।

ডা. গোপেন্দ্র নাথ বলেন, এ বিভাগে করোনা পরিস্থিতি অবনতির দিকে আছে। মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। করোনা মোকাবিলায় মানুষকে সচেতন হতে হবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পড়তে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই পরিস্থিতির উন্নতি হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে